Monday, March 7, 2016

ধর্ম-অধর্ম

ধর্মনিরপেক্ষ শব্দটা অনেকটা সোনার পাথরবাটি গোছের। নামে থাকে,কিন্তু আদপে নেই। ধর্ম সম্পর্কে ওই টলারেন্স শব্দটার ব্যবহারও তাই।
ভাবছিলাম,একটা অধার্মিক দেশ হলে মন্দ হত না,যেখানে কারোর কোনও ধর্ম থাকবে না। মানুষ বলেই পরিচয় হবে। এই ভাবনাটা ইউটোপিয়া হলেই বা কি?

ধর্মনিরপেক্ষ লিখে যদি দিনরাত ধর্ম নিয়ে মারামারি করতে পারে তাহলে অধার্মিক লিখতে আপত্তি কোথায়? সে দেশেও তো যারা ধর্ম মানবে আর মানবে না তাদের মধ্যে মারামারি হবে। যেমন ধার্মিক না লিখেও এ দেশে হয়।

No comments:

Post a Comment