Monday, March 7, 2016

ফুচকাওলা

সবাই যখন নানা সিরিয়াস বিষয় নিয়ে ভাবনায় ও কথায় ব্যস্ত, আমি ভাবছিলাম ফুচকাওলার কথা।

ফুচকাওলাদের রাস্তায়, গলির মোড়ে মোড়ে দেখেছি, এমন কী তার ফুচকার ডালি নিয়ে হেঁটে যেতে দেখেছি কতবার। কাল দেখলাম রিক্সার ওপর সে তার ফুচকার ডালি নিয়ে চলেছে। ভারী আশ্চর্য লাগল দেখে।

এমন নয় যে ফুচকাওলারা রিক্সায় চাপতে পারে না। সে তো ভাড়া দিয়ে যে কেউ চাপতে পারে। আর ফুচকার ডালি নিয়ে না চাপলে সে ফুচকাওলা না ভূগোলের মাস্টারমশাই তা কেউ বলতে পারে না।

মাস্টারমশাই বলতেই মনে পড়ল, ছোটবেলায় স্কুলের টিচারদের, ডাক্তারদের কী পুলিসকে বাজার করতে দেখলে বা ছেলে-মেয়ে নিয়ে যেতে দেখলে খুব আশ্চর্য লাগত, যেন তারা অন্যকিছু হতে পারে না। আমার বাবাও শিক্ষক ছিলেন এবং বাজার করতে ভালোবাসতেন, তাও। আসলে বাবারা আবার বাবাই থাকে। বরং যখন বাবা ক্লাস নিত তখনই কেমন কেমন লাগত আমার। পারতপক্ষে বাবার ক্লাস করতাম না।

বাসে বা ট্রেনেও চড়ে নিশ্চয় ফুচকাওলারা। ফুচকার ডালি নিয়ে চড়ে কি? এটাই ভেবে যাচ্ছি সেই থেকে।

সব শুনে মেয়ে বলল, 'আমি কত্তবার দেখেছি ওদের রিকসায় চড়তে, এতে আশ্চর্যের কী আছে?'


সত্যিই তো, ফুচকাওলা বলে কি ওরা মানুষ নয়?

No comments:

Post a Comment