Monday, March 7, 2016

হীরক রাজ্য

রাজনীতি বলতেই আমার মনে হয়, কতগুলো দল এবং নিজের স্বার্থে তাদের মধ্যে দলাদলি। যে দলই দাবী করুক না কেন সে মানুষের স্বার্থে, মানবিকতার স্বার্থে, ইত্যাদি ইত্যাদি স্বার্থে ময়দানে নেমেছে, বেমালুম বাজে কথা বলে। বরং কোনও মানুষ যদি রাজনীতির বাইরে থেকে কিছু বলে, রাজনীতি প্রাণপনে তাকে আগ্রাসন করার চেষ্টা করবে। তাকে কোনও একটা দল বেছে নিতে হবে বেঁচে থাকার জন্য। যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করেন, তাঁরা সবথেকে ভালো করে জানেন ধর্ম একটি ভাঁওতা এবং সাধারণ মানুষের দূর্বল মনে প্রভাব ফেলার সবথেকে ভালো উপায়। রাজনীতি, ধর্ম, সাম্রাজ্যবাদ সব একেকটি চক্রব্যূহ, মানুষকে মানুষ হতে না দেওয়ার অথবা সে যে মানুষ এইটা ভুলিয়ে দেওয়ার যন্ত্রবিশেষ।

গোটা পৃথিবীটাই এখন হীরক রাজ্য। কেবল দড়ি ধরে টান মারবার মানুষের সংখ্যা ক্রমশঃ কমছে দিনদিন।


আসলে মানুষের মধ্যে কমে আসছে ভালোবাসা আর বিশ্বাসের মতো মৌলিক অনুভূতিগুলো। বাড়ছে সন্দেহ আর ঘৃণা। বিশ্বায়ণ আমাদের এইটিই দিয়েছে।

No comments:

Post a Comment