Friday, March 11, 2016

যেই না রাস্তার নাম রাখল...

হাস্যরস শরীর এবং মন উভয়ের পক্ষেই স্বাস্থ্যকর। খুব কম মানুষই পারেন অন্যকে হাসাতে। খবরের কাগজে প্রতিদিন প্রকাশিত খুন, ধর্ষণ এসব নিত্যনৈমিকতার মাঝে হাসির খবর মনমেজাজ ভালো করে। ডি এ ইত্যাদি তুচ্ছ জিনিসের বদলে নানাভাবে, নানারূপে হাস্যরসে বাঙালিকে মজিয়ে রাখার এই চেষ্টাকে কিনা নিন্দা করে লোকে! কেউ কখনও কোনওদিনও ভাবতে পারবে না, এমন সব আশ্চর্য কবিতা এবং নিত্যনতুন আশ্চর্য আইডিয়ায় নিয়মিত জনসমাজে হাসির খোরাক জুগিয়ে জনস্বাস্থ্যের মঙ্গল করছেন।


যেই না বাড়ির নাম রাখল 'কিংকর্তব্যবিমূঢ়' অমনি সব হুড়মুড় করে ভেঙে পড়ে গেল - কী আশ্চর্য দূরদর্শী ছিলেন সুকুমার রায়।

No comments:

Post a Comment