Tuesday, March 8, 2016

সত্যিকারের নারী দিবস

আজ সকাল থেকে একটি মেয়ের কথা মনে পড়ছে খুব। তাঁকে আমি প্রায় চিনি না। নাম রীতা ব্যানার্জি। দেখে আন্দাজ করেছি খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, অথবা থাকেন সেভাবেই। নারী শিক্ষা সমিতির ঠিক কী পদে আছেন আমার মনে নেই। মনে হয় তার প্রয়োজনও নেই। কারণ সদা সর্বদা হাসিমুখে প্রতিষ্ঠানটির সব কাজে তিনি আছেন। বিয়ে করেননি। এই প্রতিষ্ঠানটিই তাঁর জীবন। কলকাতা নয় ঝাড়গ্রাম,দৌড়ে বেড়ান কাজ নিয়ে। অক্লান্ত বললেও কম বলা হয়। সামান্যই পরিচয়। তবু একটি কথাতেই অসামান্য লেগেছিল। বলেছিলাম, এখন তো প্রচারের মাধ্যম ও সুযোগ অনেক বেশি। করেন না কেন? বলেছিলেন,অবলা বসু চাইতেন আমরা নিঃশব্দে কাজ করি। তাঁর সেই আদর্শই মেনে চলি। চারদিকে এত এন জি ও-র রমরমা। কত টাকাপয়সা তারা পায় প্রচারের জোরে। আর এখানে কয়েকজন মহিলা আরও কিছু মেয়েদের জন্য নিঃশব্দে লড়ে যাচ্ছেন। যাঁদের অন্যতমা রীতাদি। হয়ত একটু আর্থিক সাহায্য,একটু লোকবল প্রতিষ্ঠানটিকে ঠিকভাবে বাঁচিয়ে রাখতে সাহায্য করত। রীতাদির মানা সত্ত্বেও আজ তাঁদের কথা একটুখানি লিখলাম। সকাল থেকে যে এটাই বারবার মনে পড়ছে আজ। এদের যে প্রত্যেকদিনই নারী দিবস। নারীকে শিক্ষিত করছেন যাঁরা তাঁদেরকে শ্রদ্ধা জানাই।

No comments:

Post a Comment