Thursday, March 17, 2016

ভালোবাসার মৃত্যু ও বিশ্বাসের জন্মের কাহিনি

পুরোনো বাড়ির নোনাধরা দেওয়ালে যে শিকড় গজিয়েছিল, সেই গাছের নাম রেখেছিলাম ভালোবাসা। নিতান্ত অবহেলাতেও বসন্তে তার সারা শরীর জুড়ে কচিপাতা এসেছিল। বাড়িটা রঙ হল নতুন করে। পুরোনো গাছের শেকড় উপড়ে তার সবুজ ডাল মুচড়িয়ে সে এক হইহই কাণ্ড। ছেঁড়া শেকড়ের দু-একটা রক্তাক্ত গোড়া রয়ে গিয়েছিল ইট-কংক্রিটের অনেক গভীরে। রঙের তীব্র গন্ধে তাদের নিশ্বাস আসছিল বন্ধ হয়ে। এতসব ঝড়ঝাপটা সামলিয়ে কোনোমতে বেঁচে রইল একটি শিকড়। হঠাৎ একদিন বৃষ্টি এল, সারারাত ধরে তুমুল বৃষ্টি। জলে ভিজতে ভিজতে খুশিতে হেসে উঠল সে। পরদিন ভোরবেলায় একটা কচি ডাল দুটো-একটা পাতার কুঁড়ি মাথায় নিয়ে খুব ভয়ে ভয়ে রঙের আস্তরণ সরিয়ে সূর্যের দিকে মুখ তুলল। সেই থেকে ওর নাম রেখেছি বিশ্বাস।

No comments:

Post a Comment