Wednesday, March 1, 2017

অসুখ


১)

শব্দেরা অক্ষর হারিয়ে বেদনায় মুখ গুঁজে থাকে। / পৃথিবীর বড়ই অসুখ আজ।/ বড়ই অসুখ আজ তোমার-আমার বুকে -/ বিদ্বেষ অথবা বিষাদ।

২)

বেদনায় আকীর্ণ দিন ভুলিয়েছে বেদনার ব্যথা/ অনুভূতিশূন্য মন অক্ষর হাতড়ায় -/ শুধু জমে ওঠে খালি ফয়েলের স্তুপ।/কথারা হারিয়ে গেলে/ তোমার-আমার মাঝে/ পড়ে থাকে কেবল অসুখ।

৩)

কারোর স্পর্শ নামে

শিরার উপত্যকা বেয়ে...

আরও গভীরে কোথাও যায়।

মানুষের কঠিনতম অসুখ সারায়।

No comments:

Post a Comment