Tuesday, March 21, 2017

কবিতা দিবস!


আজ নাকি কবিতা দিবস, কী কাণ্ড! এই প্রসঙ্গে একটা কথা মনে হচ্ছিল। বেশ কিছুদিনই লক্ষ্য করেছি নামী কবিদের কেউ কেউ কেমন ঝপাঝপ প্রাসঙ্গিক কবিতা লিখে ফেলছেন। রাজনীতি, খুন, ধর্ষণ, মৃত্যু যখন যেটা হট আইটেম। কলম নিয়ে তৈরিই থাকেন মনে হয়। এতে যে সব পাঠক মনের কথা বোঝাতে পারছেন না, তাঁদের এক প্রকার সান্ত্বনা জোটে। আর কবি ও তাঁর কবিতার টি আর পি বাড়ে। এঁরাই বোধহয় আধুনিক কর্পোরেট কবি। বাজারের চাহিদা অনুযায়ী মাল থুড়ি কবিতা সাপ্লাই দেন। না, ঠকান না। কোয়ালিটি উচ্চমানের। তবে অনেক অনামী উচ্চমানের কবিও আছেন, যাঁরা বাজারের সুনজর বঞ্চিত, নিজের মনের আনন্দে লিখে তার দ্বারা অন্যের মনের কাছে সুখে-দু:খে পৌঁছতে চান।

ভাবছি আজকের এই কবিতা দিবসটি কার?

No comments:

Post a Comment