Thursday, March 9, 2017

ভ্রমণকারী বন্ধুর পত্র

দীর্ঘদিন ধরে বাংলা ভ্রমণকাহিনি নিয়ে খুব নিম্নমানের গবেষণার কাজ হয়ে আসছে। এটা লক্ষ্য করার পরই একজন ভ্রমণ লেখিকা হিসেবে মহাভারতের মতো এই কাজটির পরিকল্পনা করি। আর করতে গিয়ে যেটা বুঝলাম যে তথাকথিত গবেষকরা নিজেদের নামের পেছনে ডিগ্রীর ঝুলি বা পদমর্যাদা বা পরিচিতি বাড়াতে যতটা আগ্রহী ততোটাই নন কাজটিকে ভালোবাসা বা যাঁদের নিয়ে কাজ করছেন তাঁদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার বিষয়ে।
একজন ভ্রমণ লেখক সম্পাদক হিসেবে তাই আমাদের জন্য লড়াইয়ের অসম এই ময়দানে ঢাল তলোয়ার ছাড়াই নামতে হল। যদি পরিচিতি, ডিগ্রি এসবকে ঢাল-তলোয়ার ভাবা যায়। আমার রসদ শুধু কাজের প্রতি ভালোবাসা এবং ভ্রমণ কাহিনিকার হিসেবে আমার উত্তরাধিকার।
আমি গবেষক এবং ভ্রমণ লেখকদের মধ্যে একটা যোগসূত্র তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু দেখলাম গবেষকরা এতটাই আত্মসর্বস্ব যে তাঁরা ভ্রমণ কাহিনিকারদের নিয়ে গবেষণা করবেন অথচ তাঁদেরকে সম্মানটুকু জানাবেন না।
না, আমরা তাঁদের ব্যবহারের বস্তু হব না। ভুল ইতিহাস যাত্রায় সামিল হব না।
একজন ভ্রমণ কাহিনিকার হিসেবে তাদেরকে বর্জন করব।
নিজেদের সত্যিকারের ইতিহাস আমরা নিজেরাই লিখে নিতে পারি।
এই কাজে আমার ভ্রমণকারী বন্ধুদের সবসময় পেয়েছি। এখনও আমরা পাশাপাশিই আছি। আমরা নিজেদের অভিজ্ঞতা লিখি। চুরি করি না। কেউ তা করলে আমাদের মধ্য থেকে তাকে আমরাই বাদ দিই, চোরের মায়ের বড় গলা করি না।
এটা ভ্রমণ লেখকদের আন্দোলন হয়ে উঠুক।
এইসব স্বার্থপর গবেষকদের আমরা বর্জন করছি আজ এবং আগামী দিনে আমাদের ইতিহাস লেখার জন্য।

No comments:

Post a Comment