Friday, February 24, 2017

দুখিনী বর্ণমালা


বাংলা ভাষা আমার মা -

এই বলে ঢাকার রাজপথে গর্জে উঠেছিল

রওশন আরা, সুফিয়া, হালিমারা।

কেউ তা শুনতে পায়নি!

পুলিশের নির্মম হাত টেনে নিয়ে

গিয়েছিল মমতাজ বেগমকে।

একজনও দেখতে পায়নি!

আর এর কিছু পরে

আসামের বরাক উপত্যকায়

বাংলা ভাষা আমার মা - এই ধ্বনিতে

শহীদ হয়েছিল কমলা।

সেও আজ বিস্মৃত।



'ভাইয়ের রক্তে রাঙানো'

একুশে ফেব্রুয়ারির শিশিরভেজা ভোরে

ঢাকার এক পথের পাশে

প্রতিবাদের দুখিনী বর্ণমালা হয়ে

আজীবন শুধু পাশাপাশি দাঁড়িয়ে থাকে  

পাথরের দুই নারী।


নতুন সময় ওয়েব পত্রিকায় প্রকাশিত - ফেব্রুয়ারি ২০১৭

No comments:

Post a Comment