Sunday, February 12, 2017

জমি কার?


পৃথিবীর জন্ম হল।

জন্মলগ্নে

জমি ছিল সাগর আর নদীর।

তারপর গাছ আর অন্য প্রাণীদের।

এই পর্যন্ত ঠিক ছিল।

জমিদখলের লড়াই ছিল না,

গুলি ছিল না, মৃত্যু ছিল না।

মানুষের জন্ম হল।

জন্মলগ্ন থেকে

জমি হল মানুষের।

তারপর কৃষকের, শ্রমিকের।

বিরোধ হল, আপোষ হল।

কিছুটা রক্তপাতও।

শাসকের জন্ম হল।

জন্মলগ্ন থেকে

জমি হল রাষ্ট্রের।

সে সীমা টেনে দিল

চাষযোগ্য ও বাসযোগ্য ভূমির।

কতটা জমি গাছের অথবা প্রাণীর।

নদী কিম্বা সাগরের।

রাষ্ট্রের আদেশে তা বাড়ল-কমল,

এবং বদলালোও।

সীমালঙ্ঘনে

গুলি চলল এবং রক্তপাত।

তারপর আবার গুলি, রক্তপাত।

এবং গুলি ও রক্তপাত।

মৃত্যু।




No comments:

Post a Comment