Wednesday, June 1, 2016

তোমাকে দেখছিলাম

অথচ সে আছে। আর তাই হৃদয়টা পরিপূর্ণ হয়ে কেমন টলমল করে ওঠে। দুহাত বাড়িয়ে চাইলেই তাকে ছুঁয়ে দিতে পারি আর যেই ছুঁতে যাই অমনি সে সমস্ত আকাশ বাতাস জুড়ে এমনি ছড়িয়ে যায় যে আপনি আমি মিলিয়ে যাই সেই অসীমতায়। আর তখন আমার একলাপনাটা হারিয়ে গিয়ে কেমন পূর্ণ হয়ে উঠি। কোথাও আর একটুও ফাঁক থাকেনা। আনন্দ ভরে ওঠে মনে। ধূ ধূ রোদ্দুরে অথবা শীতের সন্ধের দুঃখের গায়ে সেই আনন্দের রেশ এসে যখন পড়ে তখন বেশ লাগে। খুব একপশলা বৃষ্টির পর সমস্ত সবুজের গায়ে ঝলমল করতে করতে যখন সে বলে ওঠে, এই আমি এই আমি, তখন মনটা আপনি বালিকা খুশিতে নেচে ওঠে। পাহাড়ি রাস্তা ধরে একা একা হাঁটলে আনমনে ফুটে থাকা ফুলে সেই হাসিটুকু হঠাৎ যেন ঝিকমিকিয়ে ওঠে। রাত গভীর হলে একলা চাঁদ যখন এক পাহাড়ের গায়ে আলো ছড়ায় আর অন্য পাহাড়টা অভিমানে আঁধার হয়ে থাকে তখন মনে হয় ওই আলো-আঁধারির ঠিক মাঝখানটিতে আপনমনে স্বপ্নের জালখানি বিছিয়ে রেখেছে সে। সেকথা ভাবতে ভাবতেই বুনোফুলের গন্ধ এসে মাথার ভেতরটায় কেমন ঝিমঝিম করতে থাকে। আবার খুব ভোরবেলার আলো যখন সমুদ্রের দিগন্ত ছোঁয়, অমনি একটা আশা জাগে মনে - এইবার, ঠিক এইবার তাকে দেখতে পাব। আর তাই ভিড়ে ঠাসা কলকাতায় ট্রামের জানলা দিয়ে তাকে দেখতে দেখতে যাই।

No comments:

Post a Comment