Thursday, June 30, 2016

ভালোকথা-মন্দকথা

নিজের চারপাশে ভালোকথার প্রাকার খাড়া করে তুলেছিলাম এত বছর একটু একটু করে। পাছে একটুও মন্দকথা ঢুকে পরে তাই সব ফাঁকফোকর বুজে একলা একলা শক্ত হয়ে ছিলাম। হঠাৎ বিষম একটা ঝড়ের মতো মন্দকথা প্রাকারটাকার ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে এল। এদিক সামলাই তো ওদিক ভাঙে। নিজের দিকে তাকিয়ে দেখি এতদিনের জমে ওঠা ভালোকথার ধুলো আর শেওলা কী ভয়ানকই না দেখাচ্ছে মন্দ কথার রোদ্দুর আর বাতাসে। সে রোদ্দুর আর বাতাস যতই বইতে থাকে,ঝরে পড়ে ভালোকথার টুকরোগুলো। লাগে,খুব লাগে। প্রবল বেদনায় ভেঙে পড়ি। শেষে,আর কিচ্ছু বাকি রইল না,ভালো আর মন্দে একেবারে মিলেমিশে গেল,তখন খেয়াল করে দেখলাম প্রাণের গভীরে যেটা পড়ে আছে,তারই নাম মুক্তি অথবা আনন্দ।

No comments:

Post a Comment