Friday, December 16, 2016

মাথা কাজ না করলে এলোমেলো অনুবাদই সই

কখনও সেই মেয়ের
তারাগুলি আর পারেনা
আলো ছড়াতে এ ভুবনে।
অনুভবে সে একলা থাকে
আড়ালমাঝে হারিয়ে।
দুনিয়া তখন কুয়াশা
হিমমোড়া।
যদিও অদৃশ্য তবু আমি
তার আলোর দহন দেখি -
ঘ্রাণ পেতে থাকি
ধিকি ধিকি সেই
পুড়ে যেতে থাকা

আত্মার।

No comments:

Post a Comment