Saturday, December 24, 2016

ড্যারিয়েল ক্রেসওয়েল-এর আরও দুটি কবিতার অনুবাদ





১)

কখনও শ্বাস নেওয়াও
কঠিন হয় সে মেয়ের;
বাতাস যেন ভরে থাকে
এক তীব্র বেদনায়।
তখন নিজেই বইয়ে দেয় সে
মিঠে নরম হাওয়া
কবিতার
তুমুল বৃষ্টি ঝরিয়ে।

২)

এখন তখন দেখতে পাবে
এমন মানুষ ভিড়ের মাঝে
ভিন্ন যে।
ঝলমলেউজ্জ্বল।
অন্যকে যারা বাসতে পারে ভালো
খোলা মনে নির্ভয়ে,অবিরল।

No comments:

Post a Comment