Monday, August 31, 2015

পথে চলে যেতে যেতে

কলকাতার পথে একা একা হাঁটতে হাঁটতে মাঝে মাঝে টুকরো টুকরো ছবি মনে গেঁথে যায়। আজ দেখলাম, এক মুচি তার কাজের ফাঁকে হাতের ওপর রাখি লাগিয়ে তাকিয়ে দেখছে। মাথাটা নীচু ছিল তাই চোখ দেখতে পাইনি, কল্পনা করে নিলাম খুশি খুশি মুখটা। তারপর গোটা তিনেক রাখি গুছিয়ে এক পাশে রেখে আবার কাজে মন দিল, আমিও এগিয়ে গেলাম। মানুষের এই যে ছোট ছোট তুচ্ছ তুচ্ছ সুখের মুহূর্ত তা যেন অনেক বিরাট কিছু পাওয়ার থেকেও বড়। আমিও ওর ওই ছোট সুখের কিছুটা মনে রেখে দিলাম।

No comments:

Post a Comment