Monday, August 3, 2015

সার্ধ শতবর্ষে অবলা বসু - নারী শিক্ষা সমিতির অনুষ্ঠান সূচি

শুধু জগদীশচন্দ্র বসুর স্ত্রী হিসেবে নন, অবলা বসু (১৮৬৫-১৯৫১) স্মরণীয় নারীশিক্ষার প্রসারে অবদানের জন্য। অবলা বেথুন থেকে এফ এ পাশ করে ডাক্তারি পড়তে যান মাদ্রাজে। দুই বছর পরই বিয়ে হয় তাঁর। এক সময় ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের সম্পাদিকা ছিলেন। ১৯১৯ সালে প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর বাণীভবন। নারীশিক্ষার প্রসার ও বিধবা মহিলাদের অর্থনৈতিক ভাবে সাহায্য করতে গড়ে তুলেছিলেন নারীশিক্ষা সমিতি। ৮৮টি প্রাথমিক স্কুল ও ১৪টি বয়স্ক-শিক্ষাকেন্দ্র গড়ে তোলেন। প্রাইমারি টিচার্স ট্রেনিং-এর প্রবক্তা লেডি অবলা বসুই। তাঁর প্রতিষ্ঠিত সংস্থাগুলি এখনও সক্রিয়। তাঁর সার্ধশতবর্ষ উপলক্ষে বছরভর নারীশিক্ষা সমিতিআয়োজন করেছিল নানা অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠান বিদ্যাসাগর বাণীভবনে ৭-৮ আগস্ট।


মাননীয় মহাশয়/ মহাশয়া

আগামী ৭ ও ৮ আগস্ট ২০১৫, নারী শিক্ষা সমিতির প্রতিষ্ঠাত্রী লেডি অবলা বসুর সার্ধ শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সমিতির প্রেক্ষাগৃহে।

অনুষ্ঠান সূচিঃ

৭ আগস্ট – দুপুর ১টা

ভাষণ –

লেডি অবলা বসু ও ভগিনী নিবেদিতা – বক্তা অধ্যাপক প্রণব বন্দ্যোপাধ্যায়
ভ্রমণ কাহিনিকার লেডি অবলা বসু – বক্তা শ্রীমতি দময়ন্তী দাশগুপ্ত

৮ আগস্ট – সকাল ১০টা

মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন, ডঃ অসীম কৃষ্ণ দে, সভাপতি, নারী শিক্ষা সমিতি
সাংস্কৃতিক অনুষ্ঠান, অংশগ্রহণে সকল বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ।


আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।

ধন্যবাদান্তে,
নারী শিক্ষা সমিতি
বিদ্যাসাগর বাণীভবন,
কলকাতা - ৯


No comments:

Post a Comment