Monday, August 10, 2015

বাংলাদেশ

সময়টা ভুল ছিল কিনা জানিনা
তবে জন্মেছি এটা সত্য।
সময়টা ভুল ছিল কিনা জানিনা
তবে হাতে কলম ছিল।
মুখে ভাষা ছিল।
পেটে খিদে ছিল।
চোখে স্বপ্ন ছিল।

ওরা বলল,
কলম বন্ধ কর।
পারলাম না।
বলল, চুপ কর।
তাও পারলাম না।
বলল, খিদে আর স্বপ্ন বলে কিছু নেই।
তার উত্তরে গান গেয়ে উঠলাম।

বলল, তোমার জন্মানোটাই অপরাধ।
অতএব মৃত্যুদণ্ড।
ওরা বলল - ঘাতক অথবা ধর্ম অথবা রাষ্ট্র।

অথচ প্রকাণ্ড একটা আশ্চর্যের মতো বেঁচে রইলাম আমি – বাংলাদেশ।

3 comments:

  1. বক্তব্য বেশ ভালো, তবে একে কবিতা বলা যায় কী না আমার জানা।

    ReplyDelete
  2. ধন্যবাদ উভয়কেই।
    সুবীরদা কবিতা কাকে বলে নিজেও জানি কীনা জানিনা। বোধহয় খুঁজছি এখনো।

    ReplyDelete