Tuesday, January 3, 2017

২০১৭

নতুন বছর (১)


সেই তো দিন

সেই তো রাত

পুরোনো আর নতুনে,

সেই একই

নেই তফাত

ভালোবাসায় রোদনে।

তবুও ভাবি

নতুন বছর

নতুন সূর্য ভোরবেলার,

আসুক ফের

জনমভর

আশায় হোক মন ফেরার।

এই নিয়েই

বেঁচে থাকা

বন্ধু তোমার, আমাদের।

শুভেচ্ছাতে

ভালো রাখা

আজ এবং চিরকালের।



নতুন বছর (২)


উল্লাসে কি ঢেকে দেওয়া যায় না পাওয়ার যন্ত্রণা?

ঝলমলে আলোর রোশনাইয়ে গোপন অন্ধকারগুচ্ছ?

একদিনের ধোঁয়া ওঠা প্লেট ভরিয়ে দেবে বচ্ছরকার ক্ষুধা!

কালও কেউ রিকশা টানবে, ভিক্ষার হাত বাড়িয়ে দেবে, বেচবে নিজেকে।

কালও ফুটপাতে কেউ কাত হয়ে ঘুমাবে একাই।

গণধর্ষিতা গায়ে আগুন দেবে, কৃষক গলায় দড়ি।


তবুও নতুন সূর্য উঠবে, আজও পুরোনো চাঁদ

পৃথিবীর কোনও প্রান্তে রুপোলী থালার মতো

জানলার ফ্রেমে তোমার।

এভাবেই বেঁচে ওঠা প্রতিটি নতুন বছরে আরেকবার।



নতুন বছর (৩)


দু:শাসনে দেশ গিয়েছে

দুর্নীতিতে রাজ্য -

মন্ত্রী-আমলা জেল ভরেছে

মরা-ই প্রজার কার্য।

এসেই গেল নতুন বছর

'অচ্ছে দিন' হে 'মিত্রোঁ' -

দিনবদলের চিন্তা ছাড়

নোটবদলই চিত্র।


No comments:

Post a Comment