Tuesday, January 17, 2017

অনুবাদ খেলা





(১)

শব্দের জন্যই সে বেঁচে থাকত
অন্যদের থেকে পাওয়া,
এবং নিজেও লিখেছিল
কিছু কিছু।
ওহ! কত ছোট্ট থেকে
এখনও পর্যন্ত পুরোপুরি
বেড়ে ওঠা শব্দেরা
আহ কী জাদু!
আবেগ, ঠান্ডা ও উষ্ণ।
এবং তারা কমবয়েসীই
রয়ে যাবে চিরকালই;
মেয়েটির মতো ক্রমে
বৃদ্ধা হবে না আর...


(২)

এসো তাহলে -
এই কলম নাও,
এই হাত,
এ আত্মা;
এসো তাহলে -
এই কবিকে নাও,
এ হৃদয়,
আর শব্দদের;
এবং নিজেকে হারিয়ে ফেল
কবিতায়...

No comments:

Post a Comment