Sunday, August 7, 2016

প্রাণের মানুষ

দুবছর আগে আমাদের ছুটি-র শ্রাবণ সংখ্যার সম্পাদকীয়। আজ মনে পড়ল হঠাৎ -

এবার না-ভ্রমণে গিয়েছিলাম শান্তিনিকেতনে। সেই বোলপুর স্টেশন,রিকসাওয়ালাদের ডাকাডাকি, হিন্দি গানের সুর...।
প্রাণের মানুষ আছে প্রাণে ... তবু কোথাও কোথাও তাকে দেখার ইচ্ছা করে বৈ কী...

সোনাঝুরির সাজিয়ে তোলা হাটে,হ্যান্ডিক্রাফটসের সারি সারি দোকানে,রিকসার অস্বাভাবিক চড়া ভাড়ায়, রবীন্দ্রভবনের মিউজিয়ামের লম্বা লাইনে,ছন্দহীন মফস্বলী পরিকাঠামোয় গড়ে ওঠা সারি সারি নানান লজ, ঝুপড়ি হোটেল অথবা গ্রাম বাংলার কুঁড়েঘরের আদলে তৈরি হওয়া আধুনিক রিসর্টের অবয়বে কোথাও বিশু পাগল নেই।

তীব্র গরম। ফেরার পথে ট্রেনে ঝমঝমিয়ে বৃষ্টি এল।
- বল তো মা ছবি আঁকায় কোন রঙটা সবচেয়ে বেশি লাগে?
- সবুজ।
- না,নীল। ছোটরা তো প্রকৃতির ছবিই বেশি আঁকে,আকাশ নীল,সমুদ্র নীল,নদী নীল। আমার তো রঙের বাক্সের সব নীল ফুরিয়ে যায়।
- বাইরে দেখ,আকাশটা ধূসর,আর বাকী সব সবুজ সবুজ সবুজ... তাহলে?
জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশু পাগল আছে,গেছো দাদা আছে প্রাণের মানুষ আছে প্রাণে...

তাই হেরি তায় সকলখানে...।

http://amaderchhuti.com/mag12/index.php

No comments:

Post a Comment