Sunday, May 1, 2016

ঈশ্বর

আরও আরও অন্ধকারের দিকে হাঁটতে হাঁটতে চলেছি, পরস্পরের থেকে দূরে আরও দূরে, যতদূর বিস্তৃত হতে পারে ঘৃণার দীর্ঘ করতল। বদলে যাচ্ছি ভিন্ন ভিন্ন অচেনা দ্বীপে। যে দ্বীপে কোথাও কোনো ঘাস অথবা আলো নেই। নেই কোনো সুপেয় ধারা। রুক্ষ বেলাভূমি ছুঁয়ে শুধু বারবার ফিরে যায় লোনা জল। আমাদেরও গহনে লোনা জল বাড়তে থাকে প্রতিদিন। বাড়তে বাড়তে একদিন সেও মাথা ছাড়িয়ে যায়।


আরও আরও অন্ধকারের দিকে হাঁটতে হাঁটতে আমরা সকলেই একে একে হাতে তুলে নিচ্ছি কুঠার। এভাবেই যাবতীয় ধর্মীয় বিপক্ষ নির্মূল করেছিল পরশুরাম। এভাবেই পরস্পর হত্যা করতে করতে শেষ হয়েছিল যদুকূল। সেই হত্যালীলা যে দেখেছিল একমাত্র, আশ্চর্য তারই নাম নাকি ঈশ্বর!

No comments:

Post a Comment