Tuesday, May 24, 2016

ঠিকানা

আমার একটা ঠিকানা থাক
যেখানে আমি যেকোনদিন চলে যেতে পারি।
আত্মীয়বাড়ি, অথবা বন্ধুর এমন কী নিজেরও হতে পারে।
যেখানে কড়া নাড়লে কেউ একজন দরজা খুলে খুশি হয়ে উঠবে, আমি এসেছি বলেই।
বন্ধু অথবা আপনজন বা প্রিয় মানুষ।

আমার একটা ঠিকানা থাক
যেখানে আমি যেকোনদিনই চলে যেতে পারি।
যেখানে নক্সা পাড়ের আসনে বসিয়ে, সে গরম ভাতের থালা এনে দেবে।
তারপর নিজের বিছানাটা ছেড়ে দিয়ে ঝেড়েঝুড়ে বালিস পেতে বলবে,
ঘুমোও, আমি জেগে রইলাম মাথার কাছে।

আমার একটা ঠিকানা থাক
যেখানে আমি ইচ্ছে করলে চলে যেতে পারি।
যেখানে ঘুমিয়ে পড়লেই রূপকথা বা জাদুর দেশে চলে যাব, যে গল্পের শেষটা খুব সুন্দর 
আর তাই আমার ঘুমন্ত ঠোঁটের কোণে লেগে থাকবে এক টুকরো হাসি।

আমার একটা ঠিকানা থাক
যেখানে আমি ইচ্ছে করলেই নিরুদ্দেশে যেতে পারি।
আর তাই কখনও যাব না।

No comments:

Post a Comment