Tuesday, July 25, 2017

যারা আর একটি মৃত্যুর জন্য কাঁদছে তাদের প্রতি


বিশ্বাস কর, আমরা কিন্তু ঠিক ভুলে যাব।

কিছু মানুষ প্রথমটায় শিউরে উঠবে,

আর ছি ছি করবে নিজেকে মানুষ ভেবে।

কেউ বা চটজলদি লিখে ফেলবে আর একটি সময়োপযোগী কবিতা।

অথবা প্রতিবেদন, ভীষণ দুঃখ আর রাগের একটা কাহিনি।

অধিকাংশই অবশ্য এসব কিছুই করবে না,

নির্বিকারে খবরের কাগজের পরের পাতার আরেকটা খবরে চোখ রাখবে

অথবা, টিভি সিরিয়ালে।

আর আমরা সকলেই, যে যাই করি না কেন, দেখো,

কয়েকদিন, নাহয় কয়েকটা মাস, খুব বেশি হলে,

আচ্ছা বছরখানেকই ধরে নিলাম নাহয় -

ঠিক ভুলে যাব।

ভুলে যাব যে, এখনও এ পৃথিবীতে রাক্ষসেরা বেঁচে আছে

এবং তারা কচি মাংস খায়,

আর তাদের দেখতে অবিকল মানুষের মতোই।

এইসবই ভুলে যাব দেখো, ভালোভাবে বেঁচে থাকার মতো

অনেক জরুরি কাজে ব্যস্ত হতে হতে

একেবারেই ভুলে যাব।

শুধু কিছুটা সময় অপেক্ষা কর।

আর দেখে নিও তারপর।

No comments:

Post a Comment