Tuesday, July 25, 2017

ঘুম


এখন ভীষণ ঘুম জমেছে

গাছের ডালে চোখের পাতায়।

বৃষ্টি কিম্বা ঝলমলে রোদ

দিন চলে যায় দিন চলে যায়।

দিন চলে যায় তোমার-আমার

কাজে কিম্বা অকাজ ঠেলে।

বদলায়না কোনও কিছুই

সুখ অথবা অসুখ মেলে।

দিন চলে যায় তোমার-আমার

দিন চলে যায় সক্কলেরই

ভাত জোটে কী না জোটে তাও

ধর্ম নিয়ে মারামারি।

দিন চলে বা নাই চলে আর

খুন অথবা গলায় দড়ি

আসলে খুব ঘুম জমেছে

চোখের পাতা বড্ড ভারী।

ঘুম জমেছে সক্কলেরই

কেউ কিছু আর দেখতে পায়না।

দিন চলে যায় দিন চলে যায়

আসলে দিন যেতেই চায় না।
- অন্যনিষাদ পত্রিকা

No comments:

Post a Comment