Friday, June 30, 2017

দুঃখের জাদু


দুঃখ হলে ফের শব্দ-অক্ষরের কাছে ফিরে যাই নিঃশব্দে। ওদের ঘিরে নিই চারপাশে। ছেলেবেলার মায়ের আঁচলের মতো কিচ্ছু দেখা যায় না আর। ওরা আমার মাথায় হাত বুলিয়ে গল্প শোনায় সেই অলীক দেশের যেখানে নাকি কেউ দুঃখ পায় না অথবা দুঃখগুলো ম্যাজিকের মতো খুশী হয়ে যায়। আর আমার দুঃখগুলোও তখন চোখের পাতার ওপর তিরতির করে কাঁপতে কাঁপতে বদলে যেতে থাকে জাদুতে। সুখের অথবা দুঃখের জাদুতে। আর আমি ঘুমিয়ে পড়ি একটা শান্ত স্বপ্ন দেখতে দেখতে।

No comments:

Post a Comment