Friday, June 30, 2017

কবিতা নয়


শব্দ খুঁজে বেড়াই।

শব্দের লতাপাতা জড়াই

ভিজি শব্দের বৃষ্টিফোঁটায়।

শব্দ খুঁজে বেড়াই।

গরম ভাতের সুবাস মাখা,

গাছের শান্ত ছায়া ভরা,

ভোরের নরম আলোর মতো

শব্দ খুঁজে বেড়াই

আজীবন।

যে শব্দ মুছিয়ে দেবে চোখের জল।

হারিয়ে দেবে সন্ত্রাসের আর্তনাদ।

বুজিয়ে দেবে ধর্মের লাল চোখ।

যে শব্দ মানুষের হাত থেকে কেড়ে নেবে

পরশুরামের কুঠার, যাদবের মুষল

আর সাম্রাজ্যবাদের আণবিক অস্ত্র।

সেইসব শব্দ খুঁজে বেড়াই।



কবিতা নয়, শুধু

শব্দ খুঁজে বেড়াই আজীবন।

No comments:

Post a Comment