Sunday, May 21, 2017

অপেক্ষা


প্রহর গুণি প্রহর গুণি

ছন্দ ছেঁড়া বাক্য হারা -

প্রহর গুণি প্রহর গুণি

ট্রেন আসে না ট্রেন আসে না।

একটুকরো সময় যেন

থমকে থাকে পথের মাঝে,

ক্লান্ত দুপুর ক্লান্ত বিকেল

ক্লান্ত দিবস ফুরোয় সাঁঝে।

তবুও শুধুই প্রহর গুণি,

জীবন মানে প্রহর গোণা -

জীবন কাটে অপেক্ষাতেই -

আজও তো সেই ট্রেন আসে না।

No comments:

Post a Comment