Friday, July 8, 2016

আমার প্রাণের গভীর গোপন মহা আপন সে কি...

ঘুমের ঠিক আগের মুহূর্তে মায়া ছড়িয়ে দাও তুমি আমার শরীর-মনের পৃথিবীতে। শব্দের মায়া নয়, এ কল্পলোকের। শেষ বিকেলের আলোয় যখন গাছের হলুদ পাতারা উড়তে উড়তে আলতো নরম করে মাটিকে ছোঁয়, সেই রাঙা আলোর মায়া। বর্ষায় শুকনো ডালে যখন সবুজ পাতারা প্রথমবার ছলোছলো চোখে তাকায় সেই সবুজ আনন্দের মায়া। চোখের পাতা বুজে আসার ঠিক আগে বুকের মধ্যে পরশ পাই আমার সেই গভীর আপনজনের।

No comments:

Post a Comment