Saturday, July 2, 2016

বৃষ্টির হীরে-মানিক কুচি

সে জানে কেমন করে কবিতা আঁকা হয় অথবা চিঠি। বেদনার আখর বুনে বুনে। আনন্দের শেষ তুলির টানে। সে জানে কতটা তার সত্যি আর কতটায় কাটাকুটি থাকে। সে জানে কোন শব্দটা নিঃশেষে মোছা হয়েছিল আর কোনটায় কাজলের দাগ ছিল বাকি। শুধু সেই জানে কথা আর কবিতার সঙ্গম উষ্ণতা।

সেই সব জানে, যে বৃষ্টি এনেছিল ভরা রোদ্দুরে। 
বৃষ্টির হীরে-মানিক কুচি।

No comments:

Post a Comment