Saturday, April 1, 2017

ঋণ


কারো কারো কাছে

কিছু ঋণ থাকে -

জল, মাটি, গাছের মতন

যারা বাঁচিয়ে রাখে।

শরীরের ঋণ কিছু

কিছু অশরীর -

শব্দ-অক্ষর-বাক্য

প্রিয় নদীটির তীর।

চেনা পথ,

বাগানের রোদ্দুর;

বাড়ানো হাত ছিল

যে বন্ধুর।

আর যে পাখিটা

শুনেছিল মনখারাপের কথা -

কিছু ঋণ তারও কাছে

এ জীবনে রাখা আছে।

কিছু কিছু ঋণ

আজীবন থাকা ভালো -

অন্ধকারে যে তোমাকেই

একান্তে দিয়েছিল আলো।

No comments:

Post a Comment