ইদানীং প্রায়ই দেখি নিজেদের
মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের লোকেরা মরছে। এভাবে কিছুটা
ময়লা সাফ হলে মন্দ না। তবে মরে অবশ্য সবসময়েই উলুখাগড়ার দল। নেতারা এ সি ঘরে বসে
রাজ্য চালান। আহা, তাঁদের নিজেদের মধ্যে একটু ভালোরকম
লেগে যাক, বেশ ধপাধপ ধপাধপ মরতে থাকুক। লোকসংখ্যা যত্ত কমে
তত্ত ভালো।
লেগে যা লেগে যা, নারদ নারদ...
No comments:
Post a Comment