Tuesday, September 29, 2015

লেগে যা লেগে যা

ইদানীং প্রায়ই দেখি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের লোকেরা মরছে। এভাবে কিছুটা ময়লা সাফ হলে মন্দ না। তবে মরে অবশ্য সবসময়েই উলুখাগড়ার দল। নেতারা এ সি ঘরে বসে রাজ্য চালান। আহা, তাঁদের নিজেদের মধ্যে একটু ভালোরকম লেগে যাক, বেশ ধপাধপ ধপাধপ মরতে থাকুক। লোকসংখ্যা যত্ত কমে তত্ত ভালো।


লেগে যা লেগে যা, নারদ নারদ...

No comments:

Post a Comment