Wednesday, September 9, 2015

লেটারবক্স

বাইরে থেকে বাড়ি ফিরলে সবসময় একতলায় লেটারবক্স দেখে নিই একবার। জানি আজকাল চিঠি আসে না। মাঝে মধ্যে টেলিফোন বিল গোঁজা থাকে শুধু।


আসলে কারো কারোর বাজে স্বভাবই থাকে জীবনে হাতড়ে বেড়ানোর।

2 comments:

  1. আমাইয় চিঠি লেখার ঠিকানা, ২৪৮, এম. জি. রোড, কালীতলা, পো. অফিস - R.C. Thakurani, ঠাকুরপুকুর, কলকাতা - ১০৪
    ফ্ল্যাট নং - D3, 4th Floor. লেটারবক্স আছে নিচেই। সিকিউরিটিও নিয়ে রাখে। সাদা কাগজ, পোস্টকার্ড, ইন্‌ল্যান্ড, রঙ্গীন খাম যে কোনো ফর্মায় ও মর্মে খুব আনন্দের সঙ্গে গৃহিত হবে চিঠি ও তার উত্তর লেখা হবে সমধিক আগ্রহে। অপেক্ষায় রইলাম।

    ReplyDelete
  2. হা হা হা...আচ্ছা লিখব।

    ReplyDelete