Wednesday, September 9, 2015

কলম অথবা

কলম যখন আপন আনন্দ প্রকাশের জন্য হয় তখন তা বিলাস। কাউকে তা না জানালেও চলে।

কলম যখন অন্যের আনন্দ সৃষ্টি করার চেষ্টা করে তখন তা সুরা অথবা অস্ত্র যেকোনটাই।


কলমকে কী ভাবে ব্যবহার করব সেটাই নিজের জানার।

No comments:

Post a Comment