Tuesday, September 22, 2015

যা কিছু আজীবন রয়ে যায়

কিছু কিছু হারায় না এ জীবনে -
যেমন আকাশ অথবা মাটি,
পাহাড় অথবা সমুদ্র,
বৃষ্টি অথবা চোখের জল,
আর
কবিতা।

কিছু কিছু হারায় না এ জীবনে -
যেমন প্রতিবাদ এবং স্বপ্ন,
বিশ্বাস এবং ভালোবাসা,
সত্য এবং অভিমান,
এবং
তুমি।


এইসব কিছু আজীবন রয়ে যায়।

No comments:

Post a Comment