Wednesday, September 9, 2015

তোমাকে খুঁজছিলাম

এখনো রাস্তায় কাউকে কাউকে দেখলে তোমার কথা মনে পড়ে। চিরকাল বায়োলজি পড়াতে গেলেও তোমাকেই মনে পড়ে। কোথায় আছ, কেমন আছ জানি না। 

আমার তো চুল পাকল ঢের। তুমি কিন্তু সেই সাতাশ বছর বয়সেই রয়ে গেলে অশোকাদি।

No comments:

Post a Comment