Sunday, September 6, 2015

আমি ভালোবাসি

অনেক যুদ্ধক্লান্ত মানুষের দেশ নেই, ঘর নেই, পরিচয় একটাই - 'শরণার্থী'। অনুভূতি একটাই প্রতিমুহূর্তে বেঁচে থাকার বিপন্নতা।

এই যুদ্ধ অন্য কারা করেছে তারা নয়। কাদের কাছে শরণ নেবে তারা? কোথাও তো কোনো ভালোবাসার ঘর নেই, ভালোবাসার দেশ নেই। সবাই এবার হিসেব করতে বসবে কার দেশে কত শরণার্থী গেল, আরও কত লোকের দায় বাড়ল। সে দেশের লোকেরা ভাববে, শঙ্করার খাবার জোটাবে কে? আমাদের ভাগে কম পরবে তো।

কোন পূর্বকাল থেকে মানুষ হেঁটে আসছে - একা। জোট বাঁধলো, পরস্পরের বিরুদ্ধে ধর্ম, অর্থ, দল এমন নানা অস্ত্র ধরল, যুদ্ধ করল। তারপর আবার হাঁটছে - একা। পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছে আর একা একা হেঁটে যাচ্ছে।


হাত ধরতে পারল না আজও। বলতে পারল না - 'আমি ভালোবাসি'

2 comments:

  1. ঐ যে সব সময় সামনে ২টো রাস্তা, একটা কঠিন একটা সোজা, আর মানুষ বলে চিহ্নিত যারা, বেশিরভাগই সোজা এবং ভ্রান্ত পথটা নেয়, জেনেই নেয়। এটাই ট্রাজেডি যে জেনেশুনে সহজ বিষ পান করে যায়।

    ReplyDelete