Wednesday, September 16, 2015

আত্মহননের একটি সম্ভাব্য প্রাককথন

সময় - মধ্যরাত
(মশারি তোলা এবং খচমচ আওয়াজ)

স্বামী - কী হল? (ঘুম ভেঙে গিয়ে)
স্ত্রী - কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে, কোনো পাশ ফিরেই শুতে পারছি না। তাই প্যারাসিটামল খাচ্ছিলাম।
স্বামী - আচ্ছা হাত বুলিয়ে দিচ্ছি (ঘুম ঘুম গলায়, এবং ঘুম)।
স্ত্রী - শুনছ?
স্বামী - বল (ঘুমজড়িত কন্ঠে)
স্ত্রী - ধরো, আমি যদি কোনোদিন আত্মহত্যা করি, তাহলে কিন্তু একেবারেই ভাববে না যে আমি জীবনের প্রতি বিতৃষ্ণ। ভীষণ পজিটিভ আমি। কারোর ওপর রাগ-অভিমান তাও নয়, ওসবের কোনো মানেই নেই মারা যাওয়ার জন্য। কিন্তু সারা গায়ে এই প্রবল ব্যথা মাঝে মাঝে আর সহ্য হচ্ছে না।
স্বামী - না কোরো না। (ঘুম ঘুম ব্যথিত গলায়)
স্ত্রী - চিন্তা কোরো না, এক্ষুণি করছি না, আপাতত ঘুমের চেষ্টাই করছি। (গভীর আত্মবিশ্বাসের সঙ্গে)
স্বামী - আচ্ছা। (ঘুম)

আবার দু'একদিনের মধ্যেই এই প্রসঙ্গ অথবা শেষবয়সে দরকার হলে ইউথ্যানাসিয়া কোরো এই বিকল্প বকবক সে আবারও করে যাবে ব্যথা বাড়লেই এই ভাবতে ভাবতে স্ত্রী-র ঘুমের চেষ্টা...।


এটা একটা শুরু বা শেষ না হওয়া কাহিনি।

No comments:

Post a Comment