Sunday, September 27, 2015

পুজো আসছে

এই সময়টায় আকাশ বাতাস কেমন একটা পুজো আসছে, মনখারাপ-মনভালো গোছের হয়ে থাকে। ঠাকুর দেখতে ছোট থেকেই খুব একটা আগ্রহী ছিলাম না। এখন কলকাতার রাস্তায় রাস্তায় থিমের পুজোর বিজ্ঞাপন দেখতে দেখতে শুধু মনে হয় কত টাকা নষ্ট হচ্ছে। অলিতে-গলিতে পুজো। বড় পুজো, মেজ পুজো, সেজ পুজো, ছোট পুজো। চারদিকে যত সন্ত্রাশ বাড়ছে, যত অন্যায়-অত্যাচার বাড়ছে, ভক্তিও বাড়ছে পাল্লা দিয়ে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়।

পুজো এলে কিছু মানুষের রোজগার হয় মূর্তি গড়ে, ঢাক বাজিয়ে...কিন্তু সে আর কতটুকু, অধিকাংশ টাকাটাই যায় কিছু মানুষের ফূর্তিতে। এই টাকার সামান্য একটা অংশ পেলেও হয়তো কত মানুষের ক'দিন খাওয়া জুটতো, কারোর পরীক্ষার ফি। কে জানে কতগুলো আত্মহত্যাও ঠেকানো যেতো হয়ত এই ফূর্তির টাকায়। কে জানে...। কারণ পুজো হবে, হতেই থাকবে, মচ্ছব...প্রতিবছর আরও আরও বাড়বে।

No comments:

Post a Comment