ঈশ্বর, আল্লা অথবা গড
যতবার জন্ম নেবে,
ততোবারই তাকে ফাঁসিকাঠে ঝোলাতে পারি।
ভগবান কোনো রাষ্ট্রের অধীনে নেই,
কারোর পৈত্রিক ইয়েও নয়।
ধর্ম নামের নানা রঙের জামাটার তলায়
এক নির্লজ্জ জীব -
যার লক্ষ্য যেকোনো রাজনৈতিক দল অথবা
শক্তিশালী রাষ্ট্রের মতো
ক্ষমতা অথবা বাজার দখল।
টাকা এবং নারীমাংস এই দুটোই
খুব সুস্বাদু ঈশ্বরের কাছে।
দুর্লভ থেকে দুর্লভতম হিংসার জন্য
সহজেই ফাঁসি দেওয়া যায় তাকে।
একমাত্র ঈশ্বরের পুনর্জন্ম হয়
এই পৃথিবীতে।
নানা নামে, নানা রূপে, নানা
চরিত্রে।
তাই বারবার ফাঁসিকাঠ প্রস্তুত রাখি
আমরাও।
পরশু রাতে পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে।
ReplyDeleteঈশ্বর লটকে আছে তোমার তৈরী ফাঁসিকাঠে।।
Emon keno sotyi hoyna aha!
Deleteউফফফ! বড্ড রেগেছেন দেখছি। অবশ্য রাগারই তো কথা।
ReplyDeleteহুমমম...
ReplyDelete