Tuesday, August 18, 2015

বিশ্বাস

ধর্ম মানে যেদিন শান্তি হবে,
আর ঈশ্বর মানে পরস্পরকে ভালোবাসা।
সেদিন আমি ধর্ম এবং ঈশ্বর বিশ্বাসী হব।

নারী মানে যেদিন মানুষ হবে,
আর মানুষ মানে লোভ-লালসাহীন হৃদয়।
সেদিন আমি নিজেকে নারী বা মানুষ বলে দেখো ঠিক ভেবে নেব।

রাজনীতি যেদিন মানুষের নীতি হবে
আলাদা আলাদা রঙ থাকবেনা আর ঝাণ্ডায়।
সেদিন ভালোবাসার মিছিলে ঠিক তোমার পাশেই থাকব।

ততদিন নাহয় একাই কবিতা লিখলাম।

2 comments:

  1. এগুলো বাস্তবে কোনদিন এই রাজ্যে আসবে না। কাজেই হয় সত্বর এ রাজ্য থেকে পাততাড়ি গোটাও, নয়তো চিত্রগুপ্তের মতো মোটা খাতা নিয়ে সারা জীবন কবিতা লিখে যাও।

    ReplyDelete
  2. হা হা হা ...যা বলেছেন। চিত্রগুপ্তের নোটবই গেছে তাই বেচারার হাল খুব খারাপ

    ReplyDelete