পচিমবঙ্গে এখন ক্ষমতা দখলের লড়াই চলছে অক্ষমদের মধ্যে। এ
যেন ছোটবেলার সেই দড়ি টানাটানির খেলা। না, আজ আর
সাধারণ মানুষ এই ক্ষমতা দখলের লড়াইয়ের মধ্যে নেই। যতই তারা আছে বলে দু'দলে চিৎকার করুক না কেন। ঢের হয়েছে। এই লড়াই বাম অথবা ডানকে একাই লড়তে হবে।
হেরে বা জিতে প্রমাণ করতে হবে নিজেদের। নাহলে পুরোটাই হয়ে দাঁড়াবে দুটো দলের
নিজেদের মধ্যে মারামারি, গুন্ডাবাজি। সাধারণ মানুষ পরিবর্তন
চেয়েছিল, কিন্তু তার ফলে যা পেল তাতে তাদের অবস্থা এতটাই খারাপ
যে আর চাওয়ার আশাটুকুও হাতে নেই। সাধারণ মানুষ যদি কোনোদিন সত্যিকারের লড়াইয়ে নামে
তাহলে কাউকেই আর চাইবে না সেদিন। যেরকম কোনঠাসা হয়েছে মানুষ তাতে এটা ঘটতেই পারে
যেকোনোদিন। শুধু বেশ কিছু মানুষ আত্মসুখে মগ্ন। তারা বাধা দেবে প্রাণপনে।
No comments:
Post a Comment