ছিলাম মানুষ। তারপরে হলাম হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, ক্রিস্টান...। তারপরে তাও না, হলাম রাজনীতির অঙ্ক। ভাবছি এর পরে কী? কোনদিন
দেখব পিঠে তকমা মারা ৬৯ ঙ হিন্দু অথবা ৭২ক মুসলমান।
বলি, ও রাজপুত্তুর, এই তাসের দেশে কবে আসবে তোমার তরী বেয়ে? রঞ্জনরা
একের পর এক খুন হলে তোমায় ছাড়া তো গতি নেই এই যক্ষপুরীতে।
রাজা-রানিদের একটা বড় রকমের নির্বাসনের দরকার। তারা আর কেউ
নন্দিনীর ডাকে নিজের খাঁচা ভেঙে বেরোবে না আজ। সে দিন গেছে। সে রাজাও নেই, সেই নন্দিনীও। অতএব তুমিই ভরসা। যদি বাকী মানুষগুলোর ভয়ের আর অভ্যেসের
মুখোশগুলো খুলতে পার।
নাহলে আমরা গোলামের দল বাঁচি কী করে বলতো?
No comments:
Post a Comment