Wednesday, September 9, 2015

বিপন্নতা

মৃত্যু আমাকে আজকাল আর ভয় দেখায় না,
জীবন অথবা ভালোবাসাও নয়।
শুধু সন্তানের মুখের দিকে তাকালে বিপন্ন বোধ করি।
আগামীর মুখের দিকে তাকালে অসহায় লাগে বারবার।

দেখি ওরা বালিতে মুখ গুঁজে পড়ে আছে।

আমার সন্তানেরা অথবা ভবিষ্যত!

No comments:

Post a Comment