বারাসাতে রিঙ্কু বাঁচাতে পারেনি নিজেকে। তাকে বাঁচাতে গিয়ে
ভাই রাজীবকে মরতে হয়েছিল। মুন্না কিন্তু নিজের সম্মান বাঁচিয়েছে নিজেই। কিন্তু
তারপরে কী হবে কাহিনির শেষে জানা নেই। গুন্ডারা চিরকাল ক্ষমতার পোষ্য। আগে তবু
খানিক রাখঢাক থাকত, ইদানীং নির্লজ্জভাবে প্রকাশ্য। পুলিশও তথৈবচ।
শেষপর্যন্ত মুন্না থাকবে না তাকে এরপর খুঁজে পাওয়া যাবে না, জানিনা। কারণ সে প্রকাশ্যে প্রতিবাদ করেছে। অর্থাৎ রুমাল থেকে বেড়াল হয়েছে।
হেই মা দুগগা তোমার দশভূজে অস্ত্র মিছাই...।
তোমার মচ্ছব থুড়ি পুজো আসছে আর প্রতিবাদী দুগগারা ওদিকে
হারিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে।
জাগো...তুমি জাগো...।
No comments:
Post a Comment