Monday, September 21, 2015

বৃক্ষ হয়ে ওঠো

নিজেকে প্রতিদিন বলি,
বৃক্ষ হও, বৃক্ষ হয়ে ওঠো
জীবনের সমস্ত ঝড়ঝাপটা সামলে।
আশ্রয় দাও, ছায়া, নীড়, পুষ্পপত্রে
ভরিয়ে তোলো পৃথিবী, দাও নির্মলতা।

শুধু দাও, কারো কাছে চেয়ো না কিছুই।

মাটির গভীরে শিকড় ছড়িয়ে দিও
নিবিড় আলিঙ্গনের, পান কোরো স্নেহরস –
যতটুকুতে শুধুমাত্র বেঁচে থাকা চলে।

তারপরে প্রস্তুত থেকো,
যাদের ছায়া দিয়েছিলে বিশ্বাসের,
আশ্রয়, নীড়, নির্মলতা; দেখো,
তারাই একদিন তোমার বুকে
কুঠার হানবে। অথবা,
শিকড়ে ঢালবে গরল।

সেদিনও পারলে ক্ষমা করে দিও।
তবু বৃক্ষ হয়ে ওঠার চেষ্টা করো,
বৃক্ষ হয়ে ওঠো –

নিজেকে বলে যাই প্রতিদিন।

2 comments: