সাধারণ মানুষের তরফ থেকে প্রত্যেক রাজনৈতিক দলকে কতগুলি বৃহৎ আয়না কিনে দেওয়ার সুপারিশ করছি। নিজেদের মুখ এবং মুখভঙ্গী ভালো করে দেখবার সময় এটা, অন্যের মুখ এবং মুখভঙ্গী দেখার আগে। পরস্পরের গায়ে যে কাদা ছোঁড়াছুঁড়ি চলছে তাতে নিজেদের চেহারাটা ঠিক কেমন দাঁড়াচ্ছে সেটাও বিবেচ্য।
No comments:
Post a Comment