Monday, September 14, 2015

ব্যাঘ্রে আমারে খাইবে না - মাতা উবাচ

গতকাল বাড়িতে গিয়ে মোবাইল থেকে মাকে আমার ব্লগের লেখা পড়াচ্ছিলাম। বেশ কিছু পড়ার পর 'ব্যাঘ্রে আমারে খাইবে না' পড়ে মা বলল, তোকে মৌলবাদীরা নয় বুদ্ধিজীবীরা খুন করার জন্য সুপারি দেবে, এটা লিখে রাখিস। 

তথাস্তু, লিখে ফেললাম।


ভাবছি পান খাওয়াটা ধরব কী না...ফ্রি তে সুপারি পাওয়া যাবে যখন...

No comments:

Post a Comment