Sunday, September 13, 2015

অসুখ

তোমার অসুখ করলে
বাড়িটা কেমন একটা নিস্তব্ধ হয়ে যায়।
যেন, ছেলেবেলায় সেই মায়ের অসুখের মত।
অনেক বেলা পর্যন্ত শুয়ে আছ তুমি,
বোজা চোখের নীচে একরাশ ক্লান্তি।
যেন মা আজ ভাত রাঁধতে পারেনি।
যেন পৃথিবীটাই থেমে গেছে খানিকক্ষণের জন্য।
চিন্তা করলে মায়ের মতই ধমক দিয়ে ওঠো,
কিচ্ছু হয়নি আমার, তুই পড়তে যা।
আমি তো করেই যাই আমার যা যা অকাজ।
ওরই মাঝে মার আশেপাশে ঘুরঘুর করি,
ওই তো ঊঠে বসেছে মা, ওই তো হাসছে।
অথবা তোমার আশেপাশে...।
বোধহয় পৃথিবীতে কারো কারো অসুস্থতা
অন্য কাউকে কাউকে এমনি অসহায় করে তোলে।

আর তাই প্রার্থনা করতে থাকি, তাড়াতাড়ি সেরে ওঠো তুমি।

3 comments:

  1. ভালোই তো।জীবন থেকে নেওয়া বাস্তব অনু ভূতি।

    ReplyDelete
  2. অবুঝের সবটুকু মায়া মাখানো এই লেখা...সদ্য সেরে ওঠা, জানলার ধারের বিছানায় উঠে বসা মায়ের গালে, চোখে যখন সকালের নরম রোদ এসে পড়ে, তোমায় দেখে মা হাসেন আলতো, আর তার চোখের কোল চিকচিক করে ওঠে, তখন যেমন ভালো লাগল, লেখাটা আমার তেওন করে ভালো লাগল

    ReplyDelete
  3. আজ রত্নদীপের শরীরটা একটু খারাপ ছিল। মায়ের মতোই কারোর কারোর শরীর যেন খারাপই হতে নেই মনে হয়। একটু খারাপ হলেই অনেকটা বিষণ্ণতা নিয়ে আসে।

    ReplyDelete