Wednesday, September 16, 2015

জ্বরের ঘোরে

কোনো না কোনোদিন সবাই আগুনে পোড়ে
অথবা মাটিকে ছোঁয় ঘুমের গভীরে।

আমিও আগুনে পুড়ি, মাটিকে ছুঁই
জ্বরের ঘোরে।

তারপর চোখ মেলে বেঁচে উঠি ফের।

2 comments:

  1. মরি নাই মরি নাই আবার এসেছি ফিরে।

    ReplyDelete
  2. ওই আর কী - দেবদূত এসেছে ফিরিয়া

    ReplyDelete